Tuesday, June 17, 2014

কতোটা হিংস্র, নিষ্টুর আর নির্মম হলে
মানুষ এতোটা পাষন্ড,এতোটা পিচাশ
হতে পারে!!!
ছাত্রলীগ নামের কুলাংগারগুলো আসলে
হিংস্র পশুর চেয়েও নিকৃষ্ট!
এতোবড় নির্মমতা!!! অথচ,মেডিয়া এবং
সুশিল সমাজ নিশ্চুপ!!!
হায়রে আমার দেশ!!!
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
ট্যারা মিজান কানা হয়ে যান বিশেষ
সময়ে! আর এখন সম্পূর্ন অন্ধ হয়ে
গেছেন!!!
দালাল হলুদ মেডিয়াগুলোর অবস্থাও
ট্যারা-আন্ধা মিজনদের মতোই।
সরকারের পেইড দালাল এরা! তাদের
খবর ও প্রতিবেদনে পক্ষপাতিত্ব,মিথ্যাচার
আর নির্লজ্জতা এতোটাই প্রবলভাবে থাকে
যে খবর পাঠক-পাঠিকা পর্যন্ত লজ্জায় লাল
হয়ে যায়।
এদের কাছে আর কি প্রত্যাশা করা যায়!


No comments:

Post a Comment