Wednesday, June 18, 2014

ভয়াবহ এক লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীকে হটিয়ে দিয়ে বুধবার সকালে দেশটির বৃহত্তম তেল শোধনাগার দখল করে নিয়েছে সুন্নী যোদ্ধারা। খবর নিউইয়র্ক টাইমস’র।

প্রত্যক্ষদর্শী, বাইজি তেল শোধনাগারের কর্মী ও সেখানে থেকে পালিয়ে আসা ইরাকি সেনা কর্মকর্তারা এখবর নিশ্চিত করেছেন।

এই প্রথম ইরাকের সুন্নী যোদ্ধারা, যা আইসিস নামে পরিচিত, কোনো সক্রিয় তেল শোধনাগার দখল করে নিল।

ইরাকের প্রধান তেল শোধনাগারটি বাইজি শহরে। শহরটির অবস্থান রাজধানী বাগদাদ থেকে উত্তরে মাত্র ২১০ মাইল দূরত্বে। বাগদাদ-মসুল হাইওয়েতেই বেইজির অবস্থান।

বুধবার ভোর ৪টার দিকে তেল শোধানাগারে হামলা চালায় সুন্নি যোদ্ধারা। শোধানাগারের তিন প্রবেশপথের দুটি দিক থেকে তারা হামলা চালায়।

গত এক সপ্তাহ ধরেই তেল শোধনাগারটি ঘিরে রেখেছিল সুন্নী যোদ্ধারা।

ইরাকি সেনাবাহিনী সেখানে বিমান হামলা চালিয়েও এটি রক্ষা করতে পারেনি।

তেল শোধনাগারটি দখলে নেয়ার সুন্নী যোদ্ধাদের আয়ের বিশাল একটি ক্ষেত্র তৈরি হলো। সিরিয়ার পূর্বের তেলক্ষেত্রগুলোও এখন তারাই নিয়ন্ত্রণ করছেন।

তবে ইরাকের সামরিক বাহিনীর একজন মুখপাত্র, জেনারেল কাসিম আতা, সুন্নী যোদ্ধাদের বাইজি দখলের খবর সরাসরি নাকচ করে দিয়েছেন।

বাইজি তেল শোধনাগারটি সুন্নী যোদ্ধারা দখল করে নেয়ার পর তিনি টেলিভিশনে উপস্থিত হয়ে এ খবর নাকচ করে দেন এই বলে যে ‘বাইজি এখনো পরিপূর্ণভাবে আমাদের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে।’

তবে বাইজি থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে তা তার দাবিকে নাকচ করে দিয়েছে।
আরটিএনএন



No comments:

Post a Comment