Monday, June 2, 2014

‘না মরলে জিয়াকেও আসামি করতাম’ : শেখ হাসিনা


“মরে গিয়ে বেঁচে গেছে, নইলে ওরেও আসামি করতাম। আসামি করতাম, এটাই পরিষ্কার কথা।”

‘না মরলে জিয়াকেও আসামি করতাম’ : শেখ হাসিনা

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে আবার দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মারা না গেলে তাকেও আসামি করা হত।

সোমবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভায় ১৯৭৫ সালে খন্দকার মোশতাক আহমেদ ও জিয়ার ভূমিকা তুলে ধরে একথা বলেন তিনি।

হাসিনা বলেন, “ বঙ্গবন্ধুর খুনি মোশতাক, জিয়াকে সে সেনাপ্রধান করে। মোশতাক বঙ্গবন্ধুর হত্যাকারী, তার মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততা আছে। ....

No comments:

Post a Comment