Monday, February 10, 2014

এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে মন্ত্রী নাহিদের ডজন খানেকের বিশাল ক্যামেরা বহর নিয়ে মহড়া এবং ফটোসেশন !


পুধানমন্ত্রী হায়েনা অংগীকার করেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন,তা না পারলেও মাশাল্লাহ প্রশ্ন ফাঁসের জনক মন্ত্রী নাহিদের কর্মদক্ষতায় ঘরে ঘরে পরীক্ষার আগের রাতেই প্রশ্ন পত্র পৌছিয়ে দেয়ার সু-বন্দোবস্ত করেছেন!

তবে এবার নাহিদ সাহেব তাতেও থেমে থাকেননি,আরো একধাপ এগিয়ে হল পরিদর্শনের নামে খাজা বাবার ন্যায় মুরিদদের বিশাল এক টিম নিয়ে হলে হলে গিয়েছেন এবং সেখানে অম্লানবদনে একের পর এক ফডু উঠিয়ে সম্ভবত গিনেস বুকে রেকর্ড নাম লিখাতে চাচ্ছিলেন !

এরা কিভাবে মন্ত্রী হয় তাও আবার শিক্ষা মন্ত্রী খোদা মালুম!

একটি পিচ্চি বাচ্চাও জানে পরীক্ষার হলে থাকতে হয় পিন ড্রপ সাইলেন্স এবং সে সময়ে একটি সেকেন্ডেরও মূল্য তার জীবনে অনেক বিশেষত এসএসসি বা এইচএসসি এ জাতীয় ক্যারিয়ার নির্ধারনী পরীক্ষা হলেতো কথাই নেই!

দুঃখের বিষয় সে কথা দুধের শিশু বুঝলেও বুঝবে না নাহিদেরা!কারণ এরা যে সদ্য কৈশোরে আসা এসএসসি পরীক্ষার্থীদের নিয়েও রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়!

তাও কপাল যে শিক্ষার্থীদের কাছে ক্যাশ চায় নাই!

No comments:

Post a Comment