Thursday, March 27, 2014

লক্ষ্মীপুরে ওয়াজ মাহফিলে হামলা ভাঙচুর গুলিবর্ষণ ৩ গুলিবিদ্ধসহ আহত ১০

লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজার এলাকায় রামনগর ফোরকানিয়া মাদরাসা ওয়াজ মাহফিলে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মাহফিল থেকে যাওয়ার সময় জামায়াত নেতা ও চাটখিল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাসানের গাড়িতে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ করা হয়। এতে তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসানকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। গত রাত ৯টায় এ ঘটনা ঘটে।
এ দিকে তার মোবাইলে ফোন করা হলে রিং বাজলেও রিসিভ হচ্ছে না। স্থানীয়রা মনে করেন অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে।

No comments:

Post a Comment