Monday, March 10, 2014

বাংলাদেশ মহিলা জামায়াত কেনো এগিয়ে আছেন?

বাংলাদেশ মহিলা জামায়াত কেনো এগিয়ে আছেন?

আজ জামায়াত
অফিসে সাংগাঠনীক কাজের জন্য গিয়ে দেখি ৬৮ জন মহিলাদের রুকন শপথ নিচ্ছে। তার মাঝে একজন মহিলা কে দেখলাম যার কিনা ভোর ৪ টায় একটি সন্তান হয়েছে। সেই শিশু সন্তান সাথে নিয়ে বিকাল ৪ টায় শপথ নিলেন ।

দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না ।মা ও শিশুর জন্য অনেক দোয়া করলাম।

ইসলামী আন্দোলোনের কর্মীদের কোন কিছুই বাধা হতে পারে না তারা সব সময় , সব অবস্থায় কাজ করে যায়।

লিখাটি মাহমুদা সুলতানা মিনু আপুর পোফাইল থেকে নিলাম। অবিশ্বাস্য হলেও সত্য, এই আদর্শের কাছে কোনো শক্তি কাজ হয়?

সংগৃহীত...


No comments:

Post a Comment